ভূগোল

কলকাতা বন্দরের সমস্যা

Contents

কলকাতা বন্দরের সমস্যা

পশ্চিমবঙ্গে কলকাতা বন্দরের অধিক গুরুত্ব থাকলেও বর্তমানে সেই গুরুত্ব হ্রাস পাওয়ার কারণগুলি হল—

নদীর নাব্যতা হ্রাস 

নিয়মিতভাবে প্রচুর পরিমাণে পলি , বালি প্রভৃতি নদীবক্ষে সঞ্চিত হওয়ার ফলে নদীর গভীরতা ক্রমশ হ্রাস পাচ্ছে । ফলে সমুদ্রগামী জাহাজগুলি কলকাতা বন্দরে আসতে পারছে না । 

নদীর আঁকাবাঁকা গতিপথ 

নদীর মোহানা থেকে কলকাতা বন্দর পর্যন্ত হুগলি নদীতে অসংখ্য বাঁক আছে । এগুলি বড়ো জাহাজ চলাচলে অসুবিধাজনক । 

নদীতে বড়ো বড়ো বালুচরের অবস্থান 

মোহানা থেকে কলকাতা বন্দর পর্যন্ত হুগলি নদীতে প্রায় 14-15 টি বড়ো বালুচর আছে । এজন্য বিদেশি বড়ো বড়ো জাহাজগুলি কলকাতা বন্দরে আসতে পারে না । 

বন্দরের স্থানাভাব 

বন্দরের স্থানাভাবের জন্য একসঙ্গে অনেকগুলি জাহাজ নোঙর করা যায় না এবং জেটির অভাবে বেশি পরিমাণে মাল বোঝাই ও খালাস করা যায় না । 

error: Content is protected !!