ভূগোল

হুগলি শিল্পাঞ্চলের সমস্যা

Contents

হুগলি শিল্পাঞ্চলের সমস্যা

হুগলি শিল্পাঞ্চল একসময় দেশের সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চল ছিল । কিন্তু বর্তমানে এর ক্রমাবনতি ঘটে চলেছে । এর প্রধান কারণগুলি হল— 

পাট শিল্পের সমস্যা 

হুগলি শিল্পাঞ্চল পাট শিল্পকে কেন্দ্র করেই উন্নতি লাভ করেছিল । সেই পাট শিল্পই এখন অনেক সমস্যার সম্মুখীন । ফলে এই শিল্পাঞ্চলের অবনতি ঘটছে । 

বন্দর সংক্রান্ত সমস্যা 

কলকাতা বন্দরের অবনমন ও হুগলি নদীর নাব্যতা কমে যাওয়ার কারণেও এই শিল্পাঞ্চল দুর্দশাগ্রস্ত ।

জমির অভাব 

কলকাতা সহ হুগলি শিল্পাঞ্চলটি অত্যন্ত ঘনবসতি যুক্ত এবং নতুন কলকারখানা স্থাপনের জন্য জমির অভাব তীব্র ।

বিদ্যুতের জোগানের স্বল্পতা 

চাহিদার তুলনায় বিদ্যুতের জোগানের স্বল্পতাও এই শিল্পাঞ্চলের অবনতির অন্যতম কারণ । 

পরিচালন ব্যবস্থার ত্রুটি 

শ্রমিক অসন্তোষ , বিশেষত মালিক পক্ষের সঙ্গে শ্রমিক ইউনিয়নের সমস্যা ও তাতে রাজনৈতিক দলের হস্তক্ষেপও শিল্পে অবনতির উল্লেখযোগ্য কারণ । 

অন্যান্য কারণ 

এ ছাড়াও শিল্পপতিদের মূলধন বিনিয়োগে অনীহা , সরকারি নীতি , পরিকাঠামোগত সমস্যা ইত্যাদির জন্য হুগলি শিল্পাঞ্চলের ক্রমাবনতি ঘটে চলেছে । 

error: Content is protected !!