পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও সম্ভাবনা
পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও সম্ভাবনা
পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যাগুলি—
বাজারে বিকল্প তন্তুর আগমন : কাপড়ের থলে , কাগজের ব্যাগ , পলিথিন , প্লাস্টিক প্রভৃতি কতকগুলি বিকল্প তন্তু বাজারে আসার ফলে পার্টের প্রয়োজনীয়তা কমে গেছে ।
পুরোনো যন্ত্রপাতি : পশ্চিমবঙ্গের পাটকলগুলি ইংরেজ আমলে চালু হয়েছে । সেই সময় থেকে ব্যবহৃত পুরোনো যন্ত্রপাতির যথাযথ আধুনিকীকরণ হয়নি , ফলে উৎপাদন হয় নিম্নমানের ।
রপ্তানি শুল্কের উচ্চহার : পাটজাত দ্রব্য রপ্তানি করার জন্য সরকারকে খুব বেশি রপ্তানি শুল্ক দিতে হয় । এজন্য পাটজাত দ্রব্যের দাম বেড়ে যায় ।
পশ্চিমবঙ্গের পাট শিল্পের সম্ভাবনা
বর্তমানে পশ্চিমবঙ্গ বা ভারত সহ সারাবিশ্বে প্লাস্টিকজাত দ্রব্য বর্জন নিয়ে মানুষের সচেতনতা ক্রমশ বেড়ে চলেছে । এর ফলে পশ্চিমবঙ্গে পাটজাতীয় পরিবেশবান্ধব তন্তুভিত্তিক শিল্পের উন্নতির বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে । উন্নতমানের পাট উৎপাদন করে এবং পাট শিল্পের আধুনিকীকরণের মাধ্যমে এই সুযোগ কাজে লাগাতে পারলে পশ্চিমবঙ্গে পাট শিল্পের ভবিষ্যত খুবই উজ্জ্বল ।