পশ্চিমবঙ্গের পাট শিল্পের উন্নতির কারণ

পশ্চিমবঙ্গের পাট শিল্পের উন্নতির কারণ

পশ্চিমবঙ্গেই 78 টি পাটকল অবস্থিত । এগুলি হুগলি নদীর উভয় তীরে উত্তরে কল্যাণী বাঁশবেড়িয়া থেকে দক্ষিণে বজবজ-উলুবেড়িয়ার মধ্যে অবস্থিত । শিল্পের এত ঘনসন্নিবেশ পৃথিবীর আর কোথাও দেখা যায় না , যাকে পাট শিল্পের একদেশিকতা বলা যায় । পশ্চিমবঙ্গে পাট শিল্পের উন্নতির কারণগুলি হল—

ভৌগোলিক কারণ 

কাঁচামালের সহজলভ্যতা : পাট শিল্পের প্রধান কাঁচামাল হল কাঁচা পাট , যা পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সহজেই পাওয়া যায় । মূলত পাটের সহজলভ্যতার জন্যই এখানে পাটকল গড়ে উঠেছে । 

অনুকূল জলবায়ু : পশ্চিমবঙ্গে আর্দ্র জলবায়ু পাট উৎপাদনের জন্য আদর্শ , যা পাট শিল্পের উন্নতিতে সাহায্য করেছে । 

শক্তি সম্পদের সহজলভ্যতা : রানিগঞ্জের কয়লা খনি থেকে পাটকলের জন্য প্রয়োজনীয় কয়লা পাওয়া যায় । এ ছাড়া DVC র জলবিদ্যুৎ ও স্থানীয় বহু তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায় । 

অর্থনৈতিক কারণ 

উন্নত যোগাযোগ ব্যবস্থা : কাঁচামাল আনা এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন । এই অঞ্চলটি রেলপথ , জলপথ ও সড়কপথের মাধ্যমে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত , যা শিল্পোন্নতির সহায়ক ।

সুলভ শ্রমিক : পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী রাজ্য যেমন— বিহার , ঝাড়খণ্ড এবং ওডিশা প্রভৃতি থেকে সুলভ শ্রমিকের জোগান পাওয়া যায় , যা এই অঞ্চলের পাট শিল্পের উন্নতিতে সহায়তা করেছে । 

বন্দরের সুবিধা : পশ্চিমবঙ্গের অন্তর্গত কলকাতা বন্দরের নৈকট্যের কারণে পাটজাত দ্রব্য রপ্তানি এবং বিদেশ থেকে যন্ত্রপাতি আনার সুবিধা রয়েছে ।

error: Content is protected !!