ইন্ডিয়ান আয়রন এন্ড স্টিল কোম্পানি

ইন্ডিয়ান আয়রন এন্ড স্টিল কোম্পানি

বর্ধমান জেলার পূর্ব রেলপথের ওপর দামোদর নদের তীরে কুলটি এবং বার্নপুরে দুটি বড়ো আকারের লৌহ-ইস্পাত কারখানা অবস্থিত । কুলটিতে 1870 সালে এবং বার্নপুরে 1919 সালে কারখানা দুটি স্থাপিত হয় । এই দুটি কারখানাকে একত্রে বলা হয় Indian Iron and Steel Company বা সংক্ষেপে IISCO বলা হয় । বর্তমানে এটি SAIL নামক সরকারি সংস্থার পরিচালনাধীন । 

IISCO গড়ে ওঠার কারণ 

1. নিকটবর্তী রানিগঞ্জ ও ঝরিয়া কয়লাখনি থেকে কয়লার প্রাপ্তি , 

2. ঝাড়খণ্ডের নোয়ামুণ্ডি , গুয়া এবং ওডিশার গোরুমহিষানী , বাদামপাহাড় থেকে লৌহ আকরিকের জোগান ,

3. ওডিশার বীরমিত্রপুরের চুনাপাথর এবং গাংপুর থেকে ম্যাঙ্গানিজ ও ডলোমাইটের প্রাপ্তির সুবিধা , দামোদর এবং বরাকর নদীর জলের সহজলভ্যতা ,

4. দুর্গাপুর , মেজিয়ার তাপবিদ্যুৎ পাওয়ার সুবিধা , ইত্যাদি । 

5. এ ছাড়া সহজলভ্য , দক্ষ এবং স্থানীয় শ্রমিক , পরিবহণের সুবিধা , সংলগ্ন বাজার , চাহিদা ইত্যাদি কারণেও এই লোহা ও ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে ।

error: Content is protected !!