দুর্গাপুর কে ভারতের রূঢ় বলে কেন
দুর্গাপুর কে ভারতের রূঢ় বলে কেন
জার্মানির রাইন নদীর উপনদী রূঢ় নদীর উপত্যকায় প্রচুর উন্নতমানের কয়লা পাওয়া যায় । ওই কয়লার ওপর নির্ভর করে রূঢ় অঞ্চলে নানা ধাতুভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছে । এই সামগ্রিক অঞ্চলটি রূঢ় শিল্পাঞ্চল নামে পরিচিত ।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দামোদর নদীর উপত্যকা অঞ্চলেও প্রচুর কয়লা পাওয়া যায় এবং ওই কয়লার ওপর নির্ভর করে দুর্গাপুরে লোহা ও ইস্পাত , সার , সিমেন্ট , ইঞ্জিনিয়ারিং প্রভৃতি নানা ধরনের শিল্প গড়ে উঠেছে । জার্মানির রূঢ় অঞ্চলের সঙ্গে এই সাদৃশ্য থাকায় বর্ধমান জেলার দুর্গাপুরকে ‘ ভারতের রূঢ় ’ বলা হয় ।