দুর্গাপুর কে ইস্পাত নগরী বলা হয় কেন
দুর্গাপুর কে ইস্পাত নগরী বলা হয় কেন
বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিমবঙ্গের একটি আধুনিক শিল্প শহর । এখানে বহু ধরনের শিল্প গড়ে উঠেছে । অবশ্য সেগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ লোহা ও ইস্পাত শিল্প । সংলগ্ন অঞ্চলে কয়লা , আকরিক লোহা , চুনাপাথর প্রভৃতির সহজলভ্যতা , উন্নত পরিবহণ ব্যবস্থা , সুলভ শ্রমিকের জোগান ইত্যাদি কারণে দুর্গাপুরে লোহা-ইস্পাত শিল্পের অভূতপূর্ব উন্নতি ঘটেছে ।
ভারতে যে সাতটি বৃহদায়তন লোহা-ইস্পাত কারখানা আছে তার মধ্যে একটি আছে দুর্গাপুরে । এর নাম দুর্গাপুর ইস্পাত কারখানা ( DSP ) । এ ছাড়াও ভারতের তিনটি বৃহদায়তন সংকর ইস্পাত কারখানার মধ্যে একটি এই দুর্গাপুরেই গড়ে উঠেছে । এর নাম সংকর ইস্পাত কারখানা ( ASP ) । দুর্গাপুরের মতো ভারতের আর কোনো শহর বা নগরে পাশাপাশি এহেন দুটি বৃহদায়তন ইস্পাত কারখানা গড়ে ওঠেনি । এজন্যই দুর্গাপুরকে ইস্পাত নগরী বলা হয় ।
- অ্যানথ্রাসাইট কয়লা
- x2 = x এই সমীকরণটির সমাধান সংখ্যা কত
- A , B , C তিন বন্ধু যথাক্রমে X , ২X , Y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করল , মেয়াদান্তে Z টাকা লাভ হলে , A এর লভ্যাংশ কত
- Chandrayaan 3 Essay
- চন্দ্রযান ৩ রচনা