বিশেষ অর্থনৈতিক অঞ্চল কাকে বলে
বিশেষ অর্থনৈতিক অঞ্চল কাকে বলে
একটি নির্দিষ্ট অর্থনৈতিক কার্যকলাপ ( বিশেষত শিল্প ) -এর জন্য নির্ধারিত বিশেষায়িত অঞ্চলই হল সেজ ( SEZ Special Economic Zone ) । সেজগুলিতে অভ্যন্তরীণ এবং বহিঃশুল্ক পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা কম হয় । অধিক উৎপাদন , কাজ ও স্থায়িত্বের জন্য অন্যান্য অঞ্চল অপেক্ষা অধিক সুবিধা প্রদান করা হয় বলে এগুলিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে ।
এই অঞ্চলগুলি দেশের মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও এদের আলাদা নিয়মকানুন থাকে । পশ্চিমবঙ্গের কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হল –
1. দক্ষিণ 24 পরগনার ফলতা
2. দক্ষিণ 24 পরগনার কুলপি ( ডায়মন্ড হারবার )
3. কলকাতার কলকাতা লেদার কমপ্লেক্স ( বানতলা )
4. কলকাতার মণিকাঞ্চন সেজ ( সল্টলেক )
5. কলকাতার সল্টলেক ইলেকট্রনিক সিটি ।