ভূগোল

পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পের গুরুত্ব

Contents

পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পের গুরুত্ব

কুটির শিল্পের পরবর্তী ধাপ হল ক্ষুদ্র শিল্প । পশ্চিমবঙ্গে এই শিল্পের গুরুত্ব ব্যাপক—

অর্থ বিনিয়োগ 

ক্ষুদ্রায়তন শিল্পে অর্থ বিনিয়োগের পরিমাণ মাঝারি । তাই পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষেরা এই শিল্পে বিনিয়োগে উদ্যোগি হন । অর্থাৎ শিল্প হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ । 

কর্মসংস্থান 

পশ্চিমবঙ্গে ক্ষুদ্রায়তন শিল্পে প্রচুর কর্মসংস্থান হয়েছে যা এই রাজ্যের আর্থিক উন্নয়ন ঘটিয়েছে । কেবল চর্মশিল্পেই এরাজ্যের প্রায় 20 লক্ষ মানুষ নিযুক্ত রয়েছেন । 

রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জন 

ক্ষুদ্র শিল্প থেকে উৎপাদিত পণ্যসামগ্রী দেশে ও বিদেশে বিশাল পরিমাণে রপ্তানি করা হচ্ছে । ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা এই শিল্প থেকে আসে । বিশেষ করে এখান থেকে চর্মজাত দ্রব্য , রেশম , তাঁত , স্বর্ণশিল্প , সেরামিক দ্রব্য রপ্তানি করা হয় । 

দেশীয় বাণিজ্যের উন্নয়ন 

ক্ষুদ্রায়তন শিল্পের উন্নতির কারণে এই রাজ্য তথা দেশে অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি পেয়েছে । যার ফলে অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে ।

পরিকাঠামোগত উন্নয়ন 

কোনো স্থানে ক্ষুদ্র শিল্পের উন্নয়নের সাথে সাথে সেখানকার রাস্তা , বিদ্যুৎ , জল সরবরাহ প্রভৃতি উন্নয়নমূলক পরিকাঠামোও গড়ে ওঠে ।

error: Content is protected !!