ভূগোল

পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ

পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ

পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি হল— 1. প্রাকৃতিক কারণ , 2. সাংস্কৃতিক কারণ । 

প্রাকৃতিক কারণ 

সুউচ্চ হিমালয় পার্বত্যভূমির অবস্থান : হিমালয় পর্বতের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ভ্রমণপিপাসু মানুষজন দার্জিলিং , কালিম্পং , কার্সিয়াং প্রভৃতি স্থানে ভিড় করে , যা ওখানে পর্যটন শিল্পের উন্নতির অন্যতম কারণ । 

সুদীর্ঘ বঙ্গোপসাগরীয় সৈকত ভূমি : ভ্রমণপিপাসু মানুষ সামুদ্রিক আবহাওয়া উপভোগ করার জন্য দিঘা , বকখালি , ফ্রেজারগঞ্জ , শংকরপুর প্রভৃতি স্থানে যায় , ফলে জায়গাগুলিতে পর্যটনকেন্দ্রের বিকাশ ঘটেছে ।

মালভূমি অঞ্চল : পুরুলিয়া , বাঁকুড়া , বীরভূম , ঝাড়গ্রাম প্রভৃতি জেলার তরঙ্গায়িত ভূমি ও ছোটো ছোটো টিলা এবং শাল , শিমুল পলাশ প্রভৃতি পাতাঝড়া গাছের বনভূমি মানুষকে আকর্ষণ করে । এর ফলে , ওই সব জায়গায় পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে । 

অরণ্য : উত্তরের তরাই ও ডুয়ার্সের বনভূমি এবং দক্ষিণের সুন্দরবনের আকর্ষণে আগণিত মানুষ ওইসব স্থানে ভিড় করে বলে জায়াগাগুলি পর্যটনকেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । 

সাংস্কৃতিক কারণ 

পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সাংস্কৃতিক কারণগুলি হল— 

ঐতিহাসিক গুরুত্বযুক্ত স্থান : মালদহ , মুরশিদাবাদ প্রভৃতি জেলার ঐতিহাসিক স্থানগুলি পর্যটন কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করেছে । 

গুরুত্বপূর্ণ ধর্মস্থান : ইমামবাড়া , দক্ষিণেশ্বর , বেলুড় , ব্যান্ডেল প্রভৃতি গুরুত্বপূর্ণ ধর্মস্থানগুলি পর্যটন কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করেছে । 

শিক্ষাকেন্দ্র : বিদ্যাচর্চার কেন্দ্র হিসেবে গড়ে ওঠা শান্তিনিকেতন বর্তমানে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র । 

উন্নত পরিবহণ ব্যবস্থা : পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রেলপথ ও সড়কপথ পরিহণ ব্যবস্থা যথেষ্ট উন্নত , যা এই রাজ্যের পর্যটন শিল্পের উন্নতিতে অনুকূল প্রভাব বিস্তার করেছে ।

error: Content is protected !!