ভূগোল

পশ্চিমবঙ্গের কৃষিকাজের সমস্যা 

Contents

পশ্চিমবঙ্গের কৃষিকাজের সমস্যা 

পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষির গুরুত্ব খুব বেশি হলেও এই রাজ্যের কৃষিকে কতকগুলি সমস্যার সম্মুখীন হতে হয় , যেমন— 

সেচসেবিত জমির পরিমাণ কম 

পশ্চিমবঙ্গের বহু জমিকে এখনও সেচের আওতায় আনা সম্ভব হয়নি । ফলে এখানে বাড়েনি কৃষি উৎপাদনের পরিমাণ সেরকমভাবে বাড়েনি । 

বৃষ্টিপাত নির্ভর কৃষিকাজ 

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ওপর অতিরিক্ত নির্ভরতা এ রাজ্যের কৃষির অন্যতম সমস্যা । 

উচ্চফলনশীল বীজ , রাসায়নিক সার ইত্যাদির সীমিত ব্যবহার 

পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থায় প্রয়োজনের তুলনায় খুব অল্পই উচ্চফলনশীল বীজ , রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় । ফলে কৃষি উৎপাদন আশানুরূপ হয় না । 

পুরাতন প্রযুক্তি নির্ভর কৃষিকাজ 

কৃষিতে কৃষকরা এখনও লাঙল , বলদ , কাস্তে ইত্যাদি পুরাতন প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করেন । আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এখনও কম । 

পর্যাপ্ত মূলধনের অভাব 

কৃষিতে মূলধন বিনিয়োগের পরিমাণ খুব কম ।

ফসলের ন্যায্য মূল্য না পাওয়া

উৎপাদিত ফসল অনেকসময় বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করতে না পেরে কৃষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন । 

error: Content is protected !!