ভূগোল

পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষিকাজের গুরুত্ব 

Contents

পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষিকাজের গুরুত্ব 

পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম— 

কর্ম সংস্থানের উৎস 

পশ্চিমবঙ্গে প্রায় 60% অধিবাসী কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত । বর্তমানে রাজ্যে মোট শ্রমিকের প্রায় 53-55% কৃষিতে নিযুক্ত । অর্থাৎ কৃষির ওপর নির্ভর করে বহু শ্রমিকের কর্মসংস্থান হয় ।

কৃষিনির্ভর শিল্পের বিকাশ 

চা , পাট , খাদ্য প্রক্রিয়াকরণ , ফল প্রক্রিয়াকরণ প্রভৃতি যে কৃষিভিত্তিক শিল্পগুলি রয়েছে তার বিকাশ সম্পূর্ণভাবে কৃষিজ ফসলের ওপর নির্ভরশীল । 

বৈদেশিক মুদ্রা অর্জন 

পশ্চিমবঙ্গের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ কৃষিজ ফসল হল চা এবং পাট । এই চা এবং পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় । 

সার ও কৃষি যন্ত্রপাতি শিল্পের বিকাশ 

পশ্চিমবঙ্গে কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নানাধরনের সার ও কৃষি যন্ত্রপাতি ব্যবহৃত হয় , যা পরোক্ষভাবে সার ও কৃষি যন্ত্রপাতি শিল্পের বিকাশ ঘটাতে সাহায্য করেছে । 

error: Content is protected !!