পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল
পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল
চা হল একটি মৃদু উত্তেজক পানীয় এবং একই সাথে অর্থকরী ও বাণিজ্যিক ফসল । প্রধানত ক্রান্তীয় ও উপক্রান্তীয় বলয়ের মৌসুমি জলবায়ু অধ্যুষিত বৃষ্টিবহুল পাহাড়ের ঢালে বা পাদদেশভূমিতে চা বাগিচাগুলি গড়ে উঠেছে । চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান ভারতে দ্বিতীয় ।
প্রধান প্রধান চা উৎপাদক অঞ্চল
পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদক অঞ্চলটি দার্জিলিং-কালিম্পং জেলায় গড়ে উঠেছে । এখানকার 90 মিটার থেকে 2000 মিটার উচ্চতায় পর্বতের ঢালে ধাপ কেটে চায়ের চাষ হয় । এর মধ্যে দার্জিলিঙের চা স্বাদ ও গন্ধে সর্বোৎকৃষ্ট । এখানকার প্রধান চা বাগিচা ( Tea estate ) গুলি হল — সামশিং , হ্যাপিভ্যালি , মকাইবাড়ি , কার্সিয়াং , সুখিয়াপোখরি , তিনধরিয়া , গিদ্দা পাহাড় , রোহিণী , আমবুটিয়া , হিলটন প্রভৃতি । এর মধ্যে সামশিং পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচা ।
অপ্রধান চা উৎপাদক অঞ্চল
তরাই-ডুয়ার্স অঞ্চলের জলপাইগুড়ি , আলিপুরদুয়ার প্রভৃতি জেলায় বেশ কিছু চা বাগিচা আছে । এদের মধ্যে — মাল , মেটেলি , চালসা , নাগরাকাটা , মাদারীহাট , কুমারগ্রাম , নকশালবাড়ী , জয়শ্রী , কালচিনি , বীরপাড়া , লংকাপাড়া প্রভৃতি উল্লেখযোগ্য । বর্তমানে উত্তর দিনাজপুর জেলায় কিছু স্থানে বিক্ষিপ্তভাবে চা চাষ করা হচ্ছে ।