পাট চাষের অনুকূল পরিবেশ

পাট চাষের অনুকূল পরিবেশ

পাট চাষের ক্ষেত্রে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উভয় পরিবেশই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । 

পাট চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ 

পাট চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হল一

উষ্ণতা : পাট হল ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের ফসল । সাধারণত 22°সে-35°সে উষ্ণতা পাট চাষের পক্ষে অনুকূল । মেঘ ও রৌদ্রের ক্ষণপরিবর্তনশীল আবহাওয়া পাট চাষের পক্ষে উপযোগী ।

আর্দ্রতা : পাট চাষের জন্য দৈনিক প্রায় 57%-97% আর্দ্রতা থাকা দরকার । 

বৃষ্টিপাত : 100-200 সেমি বৃষ্টিপাত যুক্ত স্থানে পাট চাষ ভালো হয় । বৃষ্টিপাতের পরিমাণ 100 সেমির কম হলে পাট চাষ ব্যহত হয় । 

মৃত্তিকা : পাট চাষের জন্য উর্বর পলিমাটি বা ভারী দোআঁশ মাটি যার pH এর মান প্রায় 6 প্রয়োজন । এ ছাড়া পটাশ ও নাইট্রোজেন মিশ্রিত মাটি পাট চাষের পক্ষে উপযোগী ।

ভূমির অবস্থা : জমির জলমগ্ন অবস্থা পাট চাষের ক্ষতি করে । ফলে সমতল , জলমগ্নহীন নবীন প্লাবনভূমি বা বদ্বীপ পাট চাষের পক্ষে উপযুক্ত । 

জলাশয় : পাটক্ষেতের কাছাকাছি জলাশয় থাকা দরকার । কারণ পাট গাছ কেটে কিছুদিন জলাশয়ে ভিজিয়ে রাখলে তবেই কাণ্ড থেকে তন্তু ছাড়ানো যায় । 

পাট চাষের অনুকূল অপ্রাকৃতিক পরিবেশ 

পাট চাষের অনুকূল অপ্রাকৃতিক পরিবেশগুলি হল一

শ্রমিক : জমিকে আগাছা মুক্ত করা , সার ও কীটনাশক প্রয়োগ করা , পাটের থেকে আঁশ সংগ্রহ করা প্রভৃতি কাজের জন্য শ্রমিকের প্রয়োজন হয় । 

সার : নাইট্রোজেন , পটাশিয়াম , ফসফরাস প্রভৃতি সারের সুষম প্রয়োগে পাট চাষ ভালো হয় ।

পরিকাঠামো : পাট একটি অর্থকরী বাণিজ্যিক ফসল হওয়ার জন্য পাট উৎপাদন ক্ষেত্র ও পাট শিল্পকেন্দ্রগুলির মধ্যে পরিবহণ ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন । 

অন্যান্য বিষয় : এ ছাড়া , পাটের চাহিদা বা বাজার থাকলে পাট চাষের বিস্তার ঘটে । অবশ্য পাট পচনশীল পরিবেশমিত্র তন্তু হওয়ায় বর্তমানে পাটের চাহিদা অনেক বেশি , যা পাট চাষের বিস্তারে বিশেষ সহায়ক হবে বলে আশা করা যায় ।

error: Content is protected !!