পশ্চিমবঙ্গের পাট উৎপাদক অঞ্চল
পশ্চিমবঙ্গের পাট উৎপাদক অঞ্চল
পাট হল পশ্চিমবঙ্গের অন্যতম অর্থকরী ফসল । ভারতের বিভিন্ন রাজ্যসমূহের মধ্যে পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান অধিকার করে ।
প্রধান পাট উৎপাদক অঞ্চল
উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল ছাড়া রাজ্যের অবশিষ্ট অংশে পাট চাষ করা হলেও তার মধ্যে কয়েকটি জেলায় খুব বেশি পরিমাণে পাট উৎপাদিত হয় । এই অঞ্চলগুলিকে পাটের প্রধান উৎপাদক অঞ্চল হিসেবে চিহ্নিত করা যায় , যেমন — নদিয়া , মুরশিদাবাদ , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া , হুগলি — এই জেলাগুলিতে সর্বাধিক পাটের উৎপাদন হয় ।
প্রকৃতপক্ষে , ভাগীরথী-হুগলি নদীর উভয়পার্শ্বের উর্বর পলিমাটি এবং পরিমিত উষ্ণতা ও বৃষ্টিপাত এইসব জেলাগুলিতে পাট চাষের উন্নতিতে বিশেষ সহায়তা করেছে ।
অপ্রধান পাট উৎপাদক অঞ্চল
কোচবিহার , জলপাইগুড়ি , মালদহ , উত্তর ও দক্ষিণ দিনাজপুর , পূর্ব মেদিনীপুর , পূর্ব বর্ধমান প্রভৃতি জেলায় তুলনামূলকভাবে কম পাট উৎপাদিত হয় ।