ভূগোল

পশ্চিমবঙ্গের ধান উৎপাদক অঞ্চল

পশ্চিমবঙ্গের ধান উৎপাদক অঞ্চল

ভারতের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান অধিকার করে । পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় ধান চাষ করা হলেও তার মধ্যে কয়েকটি জেলায় খুব বেশি পরিমানে ধান উৎপাদিত হয় এবং সেই অঞ্চলগুলিকে প্রধান ধান উৎপাদক অঞ্চল হিসেবে চিহ্নিত করা যায় । যেমন— 

প্রধান ধান উৎপাদক অঞ্চল 

পশ্চিম ও পূর্ব বর্ধমান , নদিয়া , বীরভূম , হুগলি , হাওড়া , উত্তর 24 পরগনা , মালদহ , উত্তর ও দক্ষিণ দিনাজপুর , মুরশিদাবাদ , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায় প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় । এর মধ্যে পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ‘ ধানের গোলা ’ নামে অভিহিত করা হয় । এইসব জেলার প্রতি হেক্টরে 2000 কেজি বা তারও বেশি ধান উৎপাদিত হয় । 

অপ্রধান ধান উৎপাদক অঞ্চল 

দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি , কোচবিহার , পুরুলিয়া , দক্ষিণ 24 পরগনা , ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় তুলনামূলকভাবে কম ধান উৎপাদিত হয় । জেলাগুলিতে ধানের উৎপাদন প্রতি হেক্টরে 2000 কেজির কম ।

error: Content is protected !!