খোয়াই ক্ষয় কী
খোয়াই ক্ষয় কী
পশ্চিমবঙ্গে বীরভূম জেলার শান্তিনিকেতনের আশেপাশে নালি ক্ষয় , প্রণালী ক্ষয় , চাদর ক্ষয় এবং র্যাভাইন ক্ষয়ের ফলে ওই অঞ্চলের লালমাটি সমৃদ্ধ ভূমিভাগ ক্ষয় হয়েই চলেছে । এর ফলে যেমন ভূমিভাগের উচ্চতা হ্রাস পাচ্ছে , তেমন বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ সৃষ্টি হচ্ছে ।