অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব
অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব
অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব অপরিসীম—
1. ভারতের মোট ক্ষেত্রফলের শতকরা 2.7 ভাগ পশ্চিমবঙ্গের আওতাভুক্ত ।
2. বাংলাদেশ , নেপাল ও ভুটানের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে ।
3. জনসংখ্যার বিচারে এই রাজ্যের স্থান ভারতে চতুর্থ এবং ভারতের মোট জনসংখ্যার প্রায় 7.5 শতাংশ এখানে বাস করে ।
4. জনসংখ্যার ঘনত্বের বিচারে দেশের মধ্যে এই রাজ্যের স্থান দ্বিতীয় ( জনঘনত্ব 1029 বর্গকিমি ) , বিহারের পরেই ।
5. ভারতের সব অঙ্গরাজ্যগুলির মধ্যে ধান , পাট ও মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান প্রথম , চা ও আলু উৎপাদনে দ্বিতীয় এবং কয়লা উত্তোলনে সপ্তম ।
6. সারা দেশের মধ্যে সর্বাধিক সংখ্যায় পাটকল আছে পশ্চিমবঙ্গে ।
7. বৃহদায়তন লোহা ও ইস্পাত শিল্প , ইঞ্জিনিয়ারিং শিল্প , চা শিল্প প্রভৃতির ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে ।
8. পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সমগ্র পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র । এ ছাড়া কলকাতায় আছে পূর্ব ভারতের সবচেয়ে বড়ো বাণিজ্যিক বন্দর ও আন্তর্জাতিক বিমান বন্দর ।
9. পশ্চিমবঙ্গই ভারতের একমাত্র রাজ্য যাকে হিমালয় পর্বতমালা ও বঙ্গোপসাগর ছুঁয়ে আছে । অর্থাৎ , পশ্চিমবঙ্গ আসমুদ্রহিমাচল বিস্তৃত ।