বাদা ও আবাদ কাকে বলে
পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলের যে সকল স্থানে ম্যানগ্রোভ বনভূমি দেখা যায় , সেগুলিকে বাদা বা বাদাবন বলে ।
অন্যদিকে বনভূমির সংলগ্ন বা পার্শ্ববর্তী স্থানে পলিময় এবং চাষযোগ্য ভূমিভাগকে আবাদ বলা হয় ।
- বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য
- আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পার্থক্য
- কাইট কাকে বলে
- রম্বস কাকে বলে
- বর্গক্ষেত্র কাকে বলে