বাদা ও আবাদ কাকে বলে
বাদা ও আবাদ কাকে বলে
পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলের যে সকল স্থানে ম্যানগ্রোভ বনভূমি দেখা যায় , সেগুলিকে বাদা বা বাদাবন বলে ।
অন্যদিকে বনভূমির সংলগ্ন বা পার্শ্ববর্তী স্থানে পলিময় এবং চাষযোগ্য ভূমিভাগকে আবাদ বলা হয় ।
- অ্যানথ্রাসাইট কয়লা
- x2 = x এই সমীকরণটির সমাধান সংখ্যা কত
- A , B , C তিন বন্ধু যথাক্রমে X , ২X , Y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করল , মেয়াদান্তে Z টাকা লাভ হলে , A এর লভ্যাংশ কত
- Chandrayaan 3 Essay
- চন্দ্রযান ৩ রচনা