রাঢ় সমভূমি কোথায় অবস্থিত 

রাঢ় সমভূমি কোথায় অবস্থিত 

পশ্চিমে মালভূমি অঞ্চল ও পূর্বে ভাগীরথী-হুগলি নদীর মধ্যবর্তী অঞ্চলটির নাম রাঢ় সমভূমি ।

বাঁকুড়া জেলার পূর্বাংশ , পশ্চিম বর্ধমান জেলার পূর্বাংশ , বীরভূম জেলার উত্তর ও পূর্বাংশ , সমগ্র পূর্ব বর্ধমান , পূর্ব মেদিনীপুর , হাওড়া ও হুগলি জেলা এবং মুরশিদাবাদ জেলার পশ্চিমাংশ রাঢ় সমভূমির অন্তর্গত ।

error: Content is protected !!