ভূগোল

ভাবর কী

ভাবর কী

হিমালয় থেকে নেমে আসা ছোটো ছোটো নদীর দ্বারা বয়ে আনা পলি , বালি , নুড়ি ও পাথর জমে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে মৃদুঢালযুক্ত ভূমিভাগ গঠিত হয়েছে । উত্তরবঙ্গের এই সমভূমিকে তরাই বলে । তরাই ভূমির নুড়িপূর্ণ অরণ্যে ঢাকা অঞ্চলটি ভাবর নামে পরিচিত । 

error: Content is protected !!