মহানন্দা করিডোর কি
মহানন্দা করিডোর কি
উত্তরবঙ্গ সমভূমি জলপাইগুড়ি জেলার দক্ষিণভাগ , কোচবিহার জেলার দক্ষিণাংশ , উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা নিয়ে গড়ে উঠেছে । এর মধ্যে উত্তর-দক্ষিণে প্রবাহিত মহানন্দা নদীর সংকীর্ণ উপত্যকাটি উত্তরের জলপাইগুড়ি ও কোচবিহারের সমভূমিকে দক্ষিণে মালদহের সমভূমির সঙ্গে যুক্ত করেছে ।
এজন্য উত্তর দিনাজপুর জেলা ও সংলগ্ন এলাকায় অবস্থিত ওই সংকীর্ণ উপত্যকা তথা ভূখণ্ডটিকেই মহানন্দা করিডোর বলে ।