ভাগীরথী হুগলি নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলে কেন
ভাগীরথী-হুগলি নদী পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী । দক্ষিণবঙ্গের প্রায় মধ্যভাগ দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে ভাগীরথী-হুগলি নদী পশ্চিমবঙ্গের দক্ষিণভাগের সমগ্র নদী ব্যবস্থা তথা অর্থনৈতিক ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে চলেছে ।
ভাগীরথী-হুগলি ও তার বিভিন্ন উপনদী ও শাখানদী পলি সঞ্চিত করে শুধু বিশাল উর্বর সমভূমি বা বদ্বীপ গঠন করেনি , এখানকার বৈচিত্রপূর্ণ কৃষিকাজ , বিভিন্ন প্রকার শিল্প তথা শিল্পাঞ্চলের বিকাশ , কলকাতা বন্দরের অস্তিত্ব , জল পরিবহণ ব্যবস্থা , পানীয় জল সরবরাহ প্রভৃতি বহু শিল্প প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাগীরথী-হুগলী নদীর ওপর সম্পূর্ণ নির্ভরশীল । তাই একে ‘ পশ্চিমবঙ্গের জীবনরেখা ‘ বলে ।
- বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য
- আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পার্থক্য
- কাইট কাকে বলে
- রম্বস কাকে বলে
- বর্গক্ষেত্র কাকে বলে