তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন
তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন
তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী । পার্বত্য অঞ্চলে তিস্তা নদী অত্যন্ত খরস্রোতা । কিন্তু যখনই সমভূমিতে পড়ে তখনই নদীর গতিবেগ কমে যায় । বর্ষাকালে দার্জিলিং পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে তিস্তার জলপ্রবাহ বেড়ে গেলে সমভূমি অঞ্চলে প্রবল বন্যার সৃষ্টি হয় । তিস্তা তখন ঘরবাড়ি , রাস্তাঘাট ভাসিয়ে জীবন ও ধন সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করে সমগ্র অঞ্চলে ত্রাসের সৃষ্টি করে । সেকারণে তিস্তাকে ‘ ত্রাসের নদী ’ বলে ।