পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে খাঁড়ি দেখা যায় কেন
সাধারণভাবে চওড়া নদী মোহানাকে খাঁড়ি বলা হলেও সুন্দরবনের অভ্যন্তরে লবণাক্ত জলের যে অসংখ্য ছোটো ছোটো নালা আছে , সেগুলিকে স্থানীয়ভাবে খাঁড়ি নামে অভিহিত করা হয় । এগুলি সৃষ্টির কারণ — প্রতিদিন বঙ্গোপসাগরে যখন জোয়ার হয় , তখন জোয়ারের জল প্রবল বেগে সুন্দরবনের অনেক ভিতর পর্যন্ত চলে আসে এবং ভাটার সময় তা আবার সমুদ্রে ফিরে যায় ।
এইভাবে প্রতিদিন জোয়ারভাটার জলের আগমন ও নির্গমনের জন্য সুন্দরবনের অভ্যন্তরে ছোটো ছোটো বা স্বল্প দৈর্ঘ্যের অনেক নালা তৈরি হয়েছে । এগুলিকেই খাঁড়ি বলে । এর মধ্যে যেগুলি দৈর্ঘ্যে একটু বড় তাদের নদী বলে , যেমন ঝিল্লি , বড়তলা , সপ্তমুখী প্রভৃতি নদী ।
জোয়ারভাটার স্রোতের আগমন ও নির্গমনের জন্য সৃষ্টি হয়েছে বলেই এইসব খাঁড়ি তথা নালা ও নদীগুলির মোহানার দিক খুব চওড়া কিন্তু স্থলভাগের দিক ক্রমশ সরু হয়ে কিছুটা ফানেল আকৃতির ধারণ করেছে ।