ভূগোল

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে খাঁড়ি দেখা যায় কেন 

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে খাঁড়ি দেখা যায় কেন 

সাধারণভাবে চওড়া নদী মোহানাকে খাঁড়ি বলা হলেও সুন্দরবনের অভ্যন্তরে লবণাক্ত জলের যে অসংখ্য ছোটো ছোটো নালা আছে , সেগুলিকে স্থানীয়ভাবে খাঁড়ি নামে অভিহিত করা হয় । এগুলি সৃষ্টির কারণ — প্রতিদিন বঙ্গোপসাগরে যখন জোয়ার হয় , তখন জোয়ারের জল প্রবল বেগে সুন্দরবনের অনেক ভিতর পর্যন্ত চলে আসে এবং ভাটার সময় তা আবার সমুদ্রে ফিরে যায় । 

এইভাবে প্রতিদিন জোয়ারভাটার জলের আগমন ও নির্গমনের জন্য সুন্দরবনের অভ্যন্তরে ছোটো ছোটো বা স্বল্প দৈর্ঘ্যের অনেক নালা তৈরি হয়েছে । এগুলিকেই খাঁড়ি বলে । এর মধ্যে যেগুলি দৈর্ঘ্যে একটু বড় তাদের নদী বলে , যেমন ঝিল্লি , বড়তলা , সপ্তমুখী প্রভৃতি নদী । 

জোয়ারভাটার স্রোতের আগমন ও নির্গমনের জন্য সৃষ্টি হয়েছে বলেই এইসব খাঁড়ি তথা নালা ও নদীগুলির মোহানার দিক খুব চওড়া কিন্তু স্থলভাগের দিক ক্রমশ সরু হয়ে কিছুটা ফানেল আকৃতির ধারণ করেছে । 

error: Content is protected !!