কংসাবতী কে মেদিনীপুরের দুঃখ বলা হয় কেন
কংসাবতী কে মেদিনীপুরের দুঃখ বলা হয় কেন
কংসাবতী নদীটি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন হয়ে পুরুলিয়া , বাঁকুড়া , পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেষে হলদি নদীর সাথে মিশে হুগলি নদীর মোহানায় পড়েছে ।
উৎস এবং মধ্যপ্রবাহে নদীর ঢাল বেশি থাকার কারণে ওই অঞ্চলে জল জমতে পারে না । কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় ভূমির ঢাল একেবারে কমে যাওয়ার জন্য উৎস অঞ্চলে বা উচ্চ অববাহিকা অংশে অধিক বৃষ্টিপাত হলে সেই অতিরিক্ত জল প্রবল বেগে ধাবিত হয়ে নিম্ন অববাহিকায় অবস্থিত পূর্ব মেদিনীপুরে ব্যাপক বন্যার সৃষ্টি করে ।
এজন্য কংসাবতীর নিম্নপ্রবাহে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে বন্যার কারণে প্রচুর ক্ষতি হয় । তাই একে ‘ পূর্ব মেদিনীপুরের দুঃখ ’ বলে ।