দামোদর কে দুঃখের নদী বলা হয় কেন
দামোদর কে দুঃখের নদী বলা হয় কেন
দামোদর নদ ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রায় 541 কিমি পথ অতিক্রম করে অবশেষে কলকাতার প্রায় 58 কিমি দক্ষিণে হুগলি নদীতে মিশেছে । দামোদর নদের উচ্চ অববাহিকায় অর্থাৎ ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে অনেকগুলি উপনদী এসে দামোদরে মিলিত হয়েছে , যেমন— বরাকর , কোনার , বোকারো , ও জামুনিয়া প্রভৃতি ।
বর্ষাকালে প্রবল বর্ষণের সময় দামোদর ও তার এই উপনদীগুলিতে ব্যাপক জলোচ্ছ্বাস হয় এবং জলধারা প্রবলবেগে ধাবিত হয়ে নিম্ন অববাহিকায় ( পশ্চিমবঙ্গে ) ভয়াবহ বন্যার সৃষ্টি করে । প্রায় প্রতি বছরই এইভাবে দামোদর নদে বন্যার জন্য নিম্ন অববাহিকায় অবস্থিত বর্ধমান , বাঁকুড়া , হাওড়া , হুগলি প্রভৃতি জেলায় জীবন ও ধন সম্পত্তির নিদারুণ ক্ষয়ক্ষতি হত । একারণে দামোদরকে ‘ দুঃখের নদ ‘ বলা হত ।
তবে বর্তমানে ‘ দামোদর উপত্যকা পরিকল্পনা ‘ নামে একটি বহুমুখী বা বহু উদ্দেশ্য সাধক নদী উপত্যকা পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে দামোদরের বিধ্বংসী বন্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে ।