ভূগোল

পশ্চিমবঙ্গকে নদীমাতৃক রাজ্য বলা হয় কেন

পশ্চিমবঙ্গকে নদীমাতৃক রাজ্য বলা হয় কেন 

পশ্চিমবঙ্গের উপর দিয়ে ছোটো , বড়ো , মাঝারি প্রভৃতি বিভিন্ন প্রকার নদনদী একেবারে জালের মতো শাখাপ্রশাখা বিস্তার করে প্রবাহিত হয়েছে । এর মধ্যে গঙ্গা সহ পশ্চিমবঙ্গের উত্তরভাগের নদীগুলি প্রধানত হিমালয়ে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে আর রাজ্যের দক্ষিণভাগের বেশিরভাগ নদী পশ্চিমের মালভূমি বা ছোটোনাগপুর মালভূমিতে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে । এ ছাড়াও সুন্দরবন অঞ্চলে আছে অসংখ্য জোয়ারের জলে পুষ্ট নদী । 

পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত এই সব নদনদী যেমন একদিকে পলি সঞ্চয় করে রাজ্যে বিস্তীর্ণ উর্বর সমভূমি ও বদ্বীপ গঠন করেছে , তেমন অন্যদিকে জলসেচ , জল পরিবহণ , জলনিকাশ , শিল্প ও গৃহস্থালী জলসরবরাহ প্রভৃতির মাধ্যমে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সামাজিক তথা জনজীবনে নিবিড়ভাবে যুক্ত হয়ে আছে । 

সুতরাং , পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতি এইসব নদনদীর ওপর বিশেষভাবে নির্ভরশীল । এজন্যই পশ্চিমবঙ্গকে নদীমাতৃক রাজ্য বলে ।

error: Content is protected !!