ভূগোল

পশ্চিমি ঝঞ্ঝা কি

পশ্চিমি ঝঞ্ঝা কি

শীতকালে সুদূর ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রায়শই নিম্নচাপ যুক্ত ঝোড়ো আবহাওয়া তথা ঝঞ্ঝার সৃষ্টি হয় এবং তারপর সেগুলি সেখান থেকে ক্রমশ পূর্ব দিকে সরে আসে । এইসব ঝঞ্ঝার মধ্যে মাঝে মাঝে দু-একটি ইরাক , ইরান , পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারত পেরিয়ে পশ্চিমবঙ্গে এসে পৌঁছায় । এরফলে তখন পশ্চিমবঙ্গে শীতের শান্ত পরিবেশ বিঘ্নিত হয়ে কিছুটা ঝড়বৃষ্টি হয় । একেই পশ্চিমি ঝঞ্ঝা বা পশ্চিমি ঝামেলা ( Western disturbance ) বলে ।

error: Content is protected !!