আশ্বিনের ঝড় কাকে বলে

আশ্বিনের ঝড় কাকে বলে

মকরক্রান্তীয় অঞ্চলে অক্টোবর ও নভেম্বর মাসে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় ভারত মহাসাগরের জলভাগ ভারতের স্থলভাগের থেকে বেশি উত্তপ্ত হয় । এরফলে ভারতের স্থলভাগের উচ্চচাপ যুক্ত বায়ু ভারত মহাসাগরের নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এই বায়ুর সঙ্গে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সংঘর্ষে পশ্চিমবঙ্গে যে সাইক্লোন তথা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে আশ্বিনের ঝড় বলা হয় ।

পশ্চিমবঙ্গে শরৎকালে সাধারণত বৃষ্টি হয় না । তবে কখনো কখনো , বিশেষত আশ্বিন মাসে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে আগত সাইক্লোন তথা ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে ঝড় বৃষ্টি হয় । একে আশ্বিনের ঝড় বলে ।

error: Content is protected !!