অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে
অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে
শিঙি , মাগুর প্রভৃতি জিয়ল মাছেদের ফুলকা ছাড়াও একটি বিশেষ ধরনের শ্বাসযন্ত্র থাকে । একে অতিরিক্ত শ্বাসযন্ত্র বলে । এই অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে জিয়ল মাছেদের ডাঙায় তোলার পরেও বাতাস থেকে সহজে শ্বাসগ্রহণ করে বেঁচে থাকতে পারে । খাল , বিল , ডোবার জলে কম পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকায় মাঝে মাঝে এদের জলের উপরে ভেসে উঠে বাতাস থেকে অক্সিজেন নিতে হয় । ফলে জিয়ল মাছ ফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে জল ও বায়ু উভয় পরিবেশে বেঁচে থাকতে পারে । অতিরিক্ত শ্বাসযন্ত্র শ্বাসক্রিয়ার একটি পরিপূরক ব্যবস্থা মাত্র ।
কইমাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র মাথার দু’পাশে ফুলকার ঠিক উপরে দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো । শিঙি মাছের ফুলকার পিছনে দেহকাণ্ডের পার্শ্বদেশে অবস্থিত অতিরিক্ত শ্বাসযন্ত্র নলাকার এবং পৃষ্ঠ পাখনা পর্যন্ত বিস্তৃত । মাগুর মাছের ফুলকা সংলগ্ন অতিরিক্ত শ্বাসযন্ত্র শাখা প্রশাখা যুক্ত বৃক্ষাকৃতি ।
আরো পড়ুন : রুই মাছের অভিযোজন