জীবন বিজ্ঞান

কোহল সন্ধান ও অবাত শ্বসনের পার্থক্য

কোহল সন্ধান ও অবাত শ্বসনের পার্থক্য

কোহল সন্ধান ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্যগুলি হল 一

কোহল সন্ধান :

1. কোহল সন্ধান প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না । 

2. এই প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ কোশের বাইরে সঞ্চিত হয় অর্থাৎ এটি বহিঃকোশীয় প্রক্রিয়া । 

3. কোহল সন্ধান প্রক্রিয়ায় প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক হল জৈব যৌগ ( পাইরুভিক অ্যাসিড ) । 

4 . উপজাত বস্তু CO2 ইথাইল অ্যালকোহল । 

5 . কোহল সন্ধান প্রক্রিয়ায় গেঁজে যাওয়ার ফলে ফেনা বা বুদবুদ তৈরি হয় ।

অবাত শ্বসন :

1. অবাত শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না , কিন্তু কোনো অজৈব অক্সাইডের অক্সিজেনের প্রয়োজন হয় । 

2. এই প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ কোশের মধ্যে সঞ্চিত হয় অর্থাৎ এটি অন্তঃকোশীয় প্রক্রিয়া । 

3. অবাত শ্বসন প্রক্রিয়ায় প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক হল অক্সাইড যৌগ ( NO3 , CO3 , SO4 ইত্যাদি ) । 

4. উপজাত বস্তু CO2 , H2O এবং জৈব অক্সাইড । 

5. অবাত শ্বসন প্রক্রিয়ায় সেই ধরনের কোনো ফেনা বা বুদবুদ তৈরি হয় না ।

আরো পড়ুন : সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য 

শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য

শ্বসন ও শ্বাসকার্যের পার্থক্য 

error: Content is protected !!