জীবন বিজ্ঞান

মানুষের শ্বসন প্রক্রিয়া

মানুষের শ্বসন প্রক্রিয়া

মানুষের শ্বসন প্রক্রিয়াটি দুটি পর্যায়ে সম্পন্ন হয় । যথা : প্রশ্বাস ও নিঃশ্বাস । 

প্রশ্বাস বা শ্বাস গ্রহণ ( Inspiration )

( i ) শ্বাসগ্রহণ প্রক্রিয়ায় মধ্যচ্ছদা এবং বক্ষপঞ্জর মধ্যস্থ পেশি সমূহ প্রধান ভূমিকা পালন্ করে ।

( ii ) প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নীচের দিকে নেমে আসে এবং সঙ্গে সে বক্ষপঞ্জর মধ্যস্থ পেশি সমূহ সংকুচিত হয়ে বক্ষ পঞ্জরগুলিকে বাইরের দিকে এবং উপরে দিকে তোলে , ফলে বক্ষ গহ্বর দৈর্ঘ্যে ও প্রস্থে প্রসারিত হয় । 

( iii ) বক্ষ গহ্বর প্রসারিত হওয়ায় ফুসফুসের অন্তঃপ্লুরা অঞ্চলের চাপ কমে যায় এবং ঐ সময় ফুসফুস মধ্যস্থ বায়ুর চাপ বেশি থাকায় ফুসফুস দুটি দৈর্ঘ্যে ও প্রস্থে প্রসারিত হয় ।

( iv ) প্রসারিত ফুসফুস মধ্যস্থ বায়ুর চাপ কমে যাওয়ায় বাইরের অক্সিজেন যুক্ত বায়ু বহিঃনাসারন্ধ্র , নাসাপথ , অন্তঃনাসারন্ধ্র , মুখবিবর , গলবিল , গ্লটিস , ল্যারিংক্স , ট্রাকিয়া , ব্রঙ্কাস ও ব্রঙ্কিওলের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে ফুসফুসের বায়ুথলিগুলিকে বায়ুপূর্ণ করে তোলে । এরপর বায়ুথলিতে ব্যাপন প্রক্রিয়ায় রক্ত জালকের রক্তের সঙ্গে বায়ুর আদান প্রদান ঘটে । আসলে বক্ষগহ্বর প্রসারিত হয় বলেই ফুসফুসে বায়ু প্রবেশ করে । 

নিশ্বাস বা শ্বাস ত্যাগ ( Expiration ) 

( i ) শ্বাস গ্রহণের পর সমস্ত শ্বাসপেশিগুলি শিথিল হওয়ার মধ্যচ্ছদা পুনরায় উপরে উঠে আসে , ফলে বক্ষপঞ্জর আগের অবস্থায় ফিরে আসে ।

( ii ) বক্ষগহ্বরের প্রাচীর প্রসারিত হওয়ায় ফুসফুসের উপর চাপ পড়ে , ফলে ফুসফুস মধ্যস্থ CO2 যুক্ত বায়ু বিপরীত পথে বহিঃনাসারন্ধ্র দিয়ে দেহের বাইরে বেরিয়ে যায় । বলাবাহুল্য মস্তিষ্কের শ্বসন কেন্দ্র ( respiratory centre ) মোটর স্নায়ুর মাধ্যমে প্রশ্বাস গ্রহণ ও নিঃশ্বাস ত্যাগ প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে

আরো পড়ুন : মানুষের শ্বাসতন্ত্র

error: Content is protected !!