জীবন বিজ্ঞান

সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য 

সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য 

সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্যগুলি হল一

সবাত শ্বসন :

1. সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের একান্ত প্রয়োজন । 

2. সকল বায়ুজীবী জীবের কোশে সবাত শ্বসন ঘটে । 

3. এই প্রকার শ্বসনে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে । সবাত শ্বসন কোশের সাইটোপ্লাজম এবং মাইটোকনড্রিয়ায় ঘটে । 

5. কার্বন ডাই অক্সাইড , জল এবং শক্তি উৎপন্ন হয় । 

6. সর্বাত শ্বসন প্রতি অণু গ্লুকোজ জারণে 686 kcal তাপ শক্তি উৎপন্ন হয় । ফলে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি ।

অবাত শ্বসন :

1. অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না ; কিন্তু অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেন প্রয়োজন হয় । 

2. সকল অবায়ুজীবী ব্যাক্টেরিয়া কোশে অবাত শ্বসন ঘটে । 

3. গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে । 

4. অবাত শ্বসন কেবলমাত্র কোশের সাইটোপ্লাজমে ঘটে । 

5. কার্বন ডাই অক্সাইড , জল , অক্সাইড যৌগ এবং শক্তি উৎপন্ন হয় । 

6. অবাত শ্বসনে প্রতি অণু গ্লুকোজ জারণে 50 kcal তাপ শক্তি উৎপন্ন হয় । ফলে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক কম ।

আরো পড়ুন : অবাত শ্বসন কাকে বলে

সবাত শ্বসন কাকে বলে

শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য

শ্বসন ও শ্বাসকার্যের পার্থক্য 

error: Content is protected !!