অবাত শ্বসন কাকে বলে

Contents

অবাত শ্বসন কাকে বলে

যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবকোশে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কোশস্থ খাদ্য বা শ্বসনবস্তু ( গ্লুকোজ ) অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড , জল ও শক্তি উৎপন্ন করে , তাকে অবাত শ্বসন বলে । 

অবাত শ্বসন কোথায় ঘটে 

সালফার ব্যাকটেরিয়া , মিথেন ব্যাকটেরিয়া , ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াতে অবাত শ্বসন দেখা যায় ।  

অবাত শ্বসনে অক্সিজেনের উৎস 

নাইট্রেট ( NO3 ) , কার্বনেট ( CO3 ) , সালফেট ( SO4 ) প্রভৃতি অক্সাইড যৌগ অবাত শ্বসনে অক্সিজেন সরবরাহ করে । প্রান্তীয় শ্বসন পথ সংক্ষিপ্ত বলে অবাত শ্বসনে কম পরিমাণ শক্তি উৎপন্ন হয় । 

অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ

C6H12O6 ( গ্লুকোজ ) + 12NO3 ( নাইট্রেট ) —–উৎসেচক —–⟶ 6CO2 ( কার্বন ডাই অক্সাইড ) + 6H2O ( জল ) + 12NO2 ( নাইট্রাইট ) + 50 Kcal ( শক্তি )

অবায়ুজীবী জীব কাকে বলে

যে সকল জীব বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন গ্রহণ না করে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে , তাদের অবায়ুজীবী জীব বলে । যেমন ব্ল্যাকটেরিয়া , ইস্ট , কৃমি , মনোসিস্টিস ইত্যাদি । মাইটোকন্ড্রিয়া না থাকাই আদি কোশ যুক্ত জীবদের সবাত শ্বসন হয় না । 

আরো পড়ুন : সবাত শ্বসন কাকে বলে

ক্রেবস চক্র কাকে বলে

গ্লাইকোলাইসিস কাকে বলে

error: Content is protected !!