জীবন বিজ্ঞান

শ্বসন ও শ্বাসকার্যের পার্থক্য 

শ্বসন ও শ্বাসকার্যের পার্থক্য 

শ্বসন ক্রিয়া জীবের একটি বিশেষ বৈশিষ্ট্য । এই অন্তঃকোশীয় প্রক্রিয়ার মাধ্যমে সজীব কোশ জৈববস্তুর ভাঙনের ফলে শক্তি সংগ্রহ করে । অপরদিকে শ্বাসকার্য একটি যান্ত্রিক প্রক্রিয়া যা কোশের বাইরে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস ( Inspiration ) এবং শ্বাসত্যাগ বা নিঃশ্বাস ( Expiration ) কে বোঝায় । উচ্চশ্রেণির প্রাণীরা ফুসফুস , নিম্নশ্রেণির প্রাণীরা বিভিন্ন শ্বাসযন্ত্র এবং উদ্ভিদেরা পত্ররন্ধ্র , লেন্টিসেল , শ্বাসমূল ইত্যাদির সাহায্যে গ্যাসীয় আদান প্রদান ঘটিয়ে শ্বাসকার্য চালায় । শ্বসন ও শ্বাসকার্যের প্রধান পার্থক্যগুলি হল :

শ্বসন বা অন্তঃশ্বসন :

1. জৈব রাসায়নিক প্রক্রিয়া । 

2. অন্তঃকোশীয় প্রক্রিয়া । 

3. শক্তির রূপান্তর ঘটে । 

4. সজীব কোশে সংঘটিত হয় । 

5 . গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র এই দুটি পর্যায়ে বিভক্ত । 

6. উৎসেচকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে । 

7. ATP উৎপন্ন হয় ।

শ্বাসকার্য বা বহিঃশ্বসন :

1. যান্ত্রিক প্রক্রিয়া । 

2. বহিঃকোশীয় প্রক্রিয়া । 

3. শক্তির রূপান্তর ঘটে না । 

4. শ্বাস অঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে । 

5. শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ এই দুটি পর্যায়ে বিভক্ত । 

6. উৎসেচকের কোনো ভূমিকা নেই । 

7. ATP উৎপন্ন হয় না ।

আরো পড়ুন : শ্বসন কাকে বলে

সালোকসংশ্লেষ এবং শ্বসনের মধ্যে সম্পর্ক 

error: Content is protected !!