জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষের আলোক দশা

Contents

সালোকসংশ্লেষের আলোক দশা

ef82933e 6c03 4fc3 96ae dd10451efbde64
সালোকসংশ্লেষের আলোক দশা

সালোকসংশ্লেষের আলোক নির্ভর যে দশায় ক্লোরোপ্লাস্টের ভেতর থাইলাকয়েড অংশে জারণ প্রক্রিয়াটি ঘটে তাকে আলোক দশা বলে ।

সালোকসংশ্লেষ প্রক্রিয়ার আলোক দশাটি ক্লোরোপ্লাস্টের গ্রানাতে সংঘটিত হয় । 

আলোক দশায় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো , জল এবং ক্লোরোফিল প্রয়োজন এবং বিক্রিয়া শেষে ATP , NADPH + H+ এবং O2 উৎপন্ন হয় । 

আলোক দশায় অনুষ্ঠিত বিক্রিয়াগুলি এবং বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক ও বিক্রিয়ালব্ধ পদার্থগুলির অণুর পরিমাণ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে এক অণু গ্লুকোজ উৎপাদনের প্রয়োজনীয়তা অনুসারে নিম্নে উল্লেখ করা হল— 

ক্লোরোফিলের সক্রিয়তা :

এই দশার প্রথমে সূর্যালোকের ফোটন কণা গ্রহণ করে ক্লোরোফিল সক্রিয় তেজোময় হয় এবং ইলেকট্রন ত্যাগ করে ক্লোরোফিল জারিত হয় । 

জলের আলোক বিয়োজন ও অক্সিজেন নির্গমন :

জারিত ক্লোরোফিল নিজ ইলেকট্রন শূন্যতা পূরণ করার জন্য জল থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে । এই কারণে জল বিশ্লিষ্ট হয়ে প্রোটন অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন উৎপন্ন করে । আলোর উপস্থিতিতে ক্লোরোফিল দ্বারা এই প্রকার জল বিশ্লেষণকে ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বলে ।

12H2O → 24H+ + 24e- + 6O2

বিজারিত NADP গঠন :

হাইড্রোজেন আয়ন ( H+ ) এবং ক্লোরোফিল থেকে নির্গত e- এর উপস্থিতিতে উদ্ভিদ কোশে উপস্থিত হাইড্রোজেন গ্রাহক NADP+ বিজারিত হয়ে NADPH + H+ গঠন করে । 

12NADP + 24e- + 24H+ → 12( NADPH + H+

ফসফোরাইলেশন :

ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন ( e- ) বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হওয়ার সময় যে শক্তি নির্গত করে তার প্রভাবে অ্যাডিনোসিন ডাই ফসফেটের ( ADP ) সঙ্গে অজৈব ফসফেট ( Pi ) যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট ( ATP ) উৎপন্ন করে । আলোক শক্তির সাহায্যে এইভাবে ADP এবং অজৈব ফসফেট ( Pi ) যুক্ত হয়ে ATP উৎপন্ন হওয়াকে ফটো ফসফোরাইলেশন বলে । 

18ADP + 18Pi → 18ATP

সালোকসংশ্লেষের আলোক দশার তাৎপর্য 

আলোক দশার তাৎপর্যগুলি হলো — 

( i ) আলোক শক্তি ক্লোরোফিল শোষণ করে এবং ওই আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় । 

( ii ) এই দশায় আলোক জলের বিশ্লেষণ ঘটায় , ফলে O2 উৎপন্ন হয় । 

( iii ) আলোক দশায় উৎপন্ন NADPH + H+ ও ATP অন্ধকার দশা আরম্ভ করতে ও CO2 এর বিজারণ করতে ব্যবহৃত হয় ।

আরো পড়ুন : সবুজ পাতা সালোকসংশ্লেষের আদর্শ স্থান কেন

সালোকসংশ্লেষ এর শর্ত গুলি কি কি

error: Content is protected !!