জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষে সূর্যালোকের ভূমিকা

Contents

সালোকসংশ্লেষে সূর্যালোকের ভূমিকা

সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান । আলোর প্রধান উৎস সূর্যালোক । সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের মধ্যে সূর্যালোক বা সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয় । কেবলমাত্র ক্লোরোফিল অণুই পারে সৌরশক্তিকে শোষণ করতে ।

সূর্যালোক দ্বারা সৃষ্ট দৃশ্যমান বর্ণালীতে ( spectrum ) বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের ( 390-760 nm ) সাতটি রং থাকে ( বেগুনি , নীল , আসমানি , সবুজ , হলুদ , কমলা , লাল ) এই সাতটি রঙের মধ্যে ক্লোরোফিল প্রধানত লাল ও নীল রং বেশি মাত্রায় শোষণ করে ।

সূর্যালোকের শক্তির উৎস উচ্চশক্তি সম্পন্ন অদৃশ্য ফোটন ( photon ) কণা । এই ফোটন কণাই সালোকসংশ্লেষের সময় ক্লোরোফিলকে উত্তেজিত ও তেজোময় করে তুলতে সক্ষম হয় তবে আলোর প্রকৃতি , আলোর তীব্রতা এবং আলোর স্থিতিকাল সালোকসংশ্লেষের উপর প্রভাব বিস্তার করে । 

পাতায় আপতিত সূর্যালোকের পরিমাণ

সবুজ পাতায় আপতিত সূর্যালোকের 83% পাতায় শোষিত হয় , 12% প্রতিফলিত হয় এবং 5% প্রতিসৃত হয় । পাতায় শোষিত সৌরশক্তির মোট পরিমাণের মাত্র 0.5-3.5% সালোকসংশ্লেষে ব্যবহৃত হয় । 

সালোকসংশ্লেষে আলোর উৎস 

সালোকসংশ্লেষে আলোর প্রধান উৎস সূর্য । তবে নির্দিষ্ট তীব্রতায় কৃত্রিম আলোতেও সালোকসংশ্লেষ ঘটে ।

আহরণ কৌশল ( Mechanism of Collection ) 

সবুজ পাতার ক্লোরোপ্লাস্ট মধ্যস্থ ক্লোরোফিল অণু সূর্যালোক তথা সৌরশক্তির ফোটন কণা শোষণ করে । 

সালোকসংশ্লেষে সূর্যালোকের গুরুত্ব

( i ) ক্লোরোফিল কণাকে সক্রিয় করা এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি প্রদান করা ।

( ii ) সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ATP ( অ্যাডিনোসিন ট্রাই ফসফেট ) অণুর মধ্যে আবদ্ধ হয় । 

( iii ) রাসায়নিক শক্তি ( ATP ) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির যোগান দেয় এবং শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে বর্তমান থাকে । 

( iv ) সৌরশক্তিই কোশস্থ ADP- কে উচ্চশক্তি সম্পন্ন ATP- তে পরিণত হতে সহায়তা করে । সালোকসংশ্লেষে ফসফেট যৌগের ATP- তে পরিণত হওয়াকে ফটোসিন্থেটিক ফসফোরাইলেশন ( photosynthetic phosphorylation ) বলে ।

আরো পড়ুন : সালোকসংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা

সালোকসংশ্লেষে জলের ভূমিকা

সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় মেসোফিল কলার ভূমিকা কী  

সবুজ পাতা সালোকসংশ্লেষের আদর্শ স্থান কেন

error: Content is protected !!