জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা

Contents

সালোকসংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা

সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্যতম কাঁচামাল কার্বন ডাই অক্সাইড । এই প্রক্রিয়ায় ছয় অণু কার্বন ডাই অক্সাইড সাহায্যে এক অণু গ্লুকোজ উৎপন্ন হয় ।

সালোকসংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের উৎস 

1. স্থলজ উদ্ভিদের কার্বন ডাই অক্সাইডের উৎস বায়ুমণ্ডল । 

2. জলজ উদ্ভিদের কার্বন ডাই অক্সাইডের উৎস জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড , কার্বনেট এবং বাইকার্বনেট যৌগ । 

3. শ্বসন , দহন , বিয়োজন , সন্ধান ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন CO2 গ্যাস বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের উৎস ।

আহরণ কৌশল ( Mechanism of Collection ) 

স্থলজ উদ্ভিদ , ভাসমান এবং আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ , পরাশ্রয়ী উদ্ভিদ ব্যাপন ক্রিয়ার দ্বারা বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডকে পত্ররন্ধ্রের মাধ্যমে শোষণ করে পাতার মেসোফিল কোশে নিয়ে আসে । সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ সমগ্র দেহতল দিয়ে ত্বকীয় ব্যাপন ক্রিয়ায় জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড শোষণ করে । 

সালোকসংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের গুরুত্ব

( i ) কার্বন ডাই অক্সাইড সালোকসংশ্লেষের এক প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় । 

( ii ) কার্বন ডাই অক্সাইড NADPH+ H+ দ্বারা বিজারিত হয়ে গ্লুকোজ গঠন করে । 

( iii ) কার্বন ডাই অক্সাইডের কার্বন এবং অক্সিজেন গ্লুকোজের উপাদানরূপে আবদ্ধ হয় ।

( iv ) সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের ( C6H12O6 ) কার্বন ও অক্সিজেন পরিবেশের CO2 থেকে গৃহীত হয় এবং অঙ্গার আত্তীকরণ ঘটায় । সুতরাং CO2 ব্যতিরেকে সালোকসংশ্লেষ সম্ভব নয় । 

আরো পড়ুন : সালোকসংশ্লেষে জলের ভূমিকা

সালোকসংশ্লেষে সূর্যালোকের ভূমিকা

সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় মেসোফিল কলার ভূমিকা কী  

error: Content is protected !!