সালোকসংশ্লেষে জলের ভূমিকা
Contents
সালোকসংশ্লেষে জলের ভূমিকা
জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি প্রধান উপাদান । সবুজ উদ্ভিদ মাটির কৈশিক জল ( capillary water ) মূলরোমের সাহায্যে শোষণ করে । কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতার মেসোফিল কলার কোশে পৌঁছে দেয় । সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য বার অণু জলের প্রয়োজন হয় ।
সালোকসংশ্লেষে জলের উৎস
( i ) স্থলজ উদ্ভিদের জলের উৎস মাটির কৈশিক জল ।
( ii ) জলজ উদ্ভিদের জলের উৎস বিভিন্ন জলাশয় ।
( iii ) পরাশ্রয়ী উদ্ভিদের জলের উৎস বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ।
আহরণ কৌশল ( Mechanism of Collection )
স্থলজ উদ্ভিদ মূলরোম দ্বারা মাটির জল অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে । জলজ উদ্ভিদ জলে নিমজ্জিত অংশ ( সম্পূর্ণ অথবা আংশিক ) দিয়ে অন্তঃঅভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় জল শোষণ করে । পরাশ্রয়ী উদ্ভিদেরা বায়বীয় মূলে অবস্থিত ভেলামেন কলার সাহায্যে ব্যাপন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শোষণ করে ।
সালোকসংশ্লেষে জলের গুরুত্ব
( i ) জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় একটি অন্যতম কাঁচামাল ।
( ii ) জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে ।
( iii ) সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জল বিশ্লিষ্ট হয়েই উৎপন্ন হয় ।
( iv ) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থরূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস জল ।
আরো পড়ুন : সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় মেসোফিল কলার ভূমিকা কী
সালোকসংশ্লেষে সূর্যালোকের ভূমিকা