সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা

সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা

ক্লোরোফিল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি অভ্যন্তরীণ উপাদান । একমাত্র ক্লোরোফিল অণুই পারে সূর্যালোকের ফোটন কণাকে শোষণ করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে । উদ্ভিদের সবুজ কোশে অবস্থিত ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে কোয়ান্টাজোম ( quantasome ) দানার মধ্যে ক্লোরোফিল থাকে ক্লোরোফিলে অবস্থিত রঞ্জকগুলি প্রধানত ক্লোরোফিল-a , ক্লোরোফিল-b , ক্যারোটিনজ্যান্থোফিল

সবুজ উদ্ভিদ ছাড়াও সবুজ ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল দেখা যায় । রোডোসিউডোমোনাস , রোডোস্পাইরিলম , ক্লোরোবিয়াম প্রভৃতি সবুজ সালফার ব্যাক্টেরিয়া মধ্যস্থ ক্লোরোফিলকে ব্যাক্টেরিওক্লোরোফিল বলে ।

ক্লোরোফিলের উৎস 

উদ্ভিদের যে কোনো সবুজ অঙ্গ , প্রধানত সবুজ পাতার মেসোফিল কলা । 

সালোকসংশ্লেষে ক্লোরোফিলের গুরুত্ব

ক্লোরোফিল সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা ( photon ) বা কোয়ান্টাম ( quantum ) শোষণ করে সক্রিয় হয় এবং শোষিত জলকে হাইড্রোজেন ( H+ ) এবং হাইড্রক্সিল ( OH ) আয়নে বিশ্লিষ্ট করে । সুতরাং সালোকসংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা হল— সৌরশক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা এবং জলের আয়নীকরণ ঘটানো । 

আরো পড়ুন : সালোকসংশ্লেষে সূর্যালোকের ভূমিকা

সালোকসংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা

সালোকসংশ্লেষে জলের ভূমিকা

সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় মেসোফিল কলার ভূমিকা কী  

error: Content is protected !!