সবুজ পাতা সালোকসংশ্লেষের আদর্শ স্থান কেন
সবুজ পাতা সালোকসংশ্লেষের আদর্শ স্থান কেন
উন্নত উদ্ভিদের সবুজ পাতাকে নিম্নোক্ত কারণগুলির জন্য সালোকসংশ্লেষের আদর্শ স্থান রূপে বিবেচনা করা হয় –
( i ) পাতা চ্যাপটা ও প্রসারিত হওয়ায় অধিক পরিমাণে আলোক শক্তি শোষণে সক্ষম ।
( ii ) পাতার মেসোফিল কলার কোশে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে । ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকায় পাতায় আলোক শক্তি শোষণের পরিমাণ বেশি ।
( iii ) পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বৈচিত্র্যপূর্ণ পত্রবিন্যাস এর জন্য অন্যান্য অঙ্গের তুলনায় পাতা বেশি পরিমাণে সূর্যালোক পায় ।
( iv ) পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় পত্ররন্ধ্র মাধ্যমে খুব সহজেই পরিবেশের সঙ্গে গ্যাসীয় আদান প্রদান সম্ভব ।
( v ) পাতার তল প্রসারিত এবং চ্যাপটা হওয়ায় সহজেই বেশি পরিমাণে CO2 গ্যাস শোষণ করতে পারে ।
( vi ) পাতার বেধ পাতলা হওয়ায় CO2 সহজেই মেসোফিল কলার কোশে পৌঁছোতে পারে ।
( vii ) পাতার শিরায় জাইলেম কলার অবস্থিতির জন্য সালোকসংশ্লেষ বিক্রিয়ায় জল সরবরাহ অব্যাহত থাকে ।
আরো পড়ুন : জাইলেম কলা কাকে বলে