জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় মেসোফিল কলার ভূমিকা কী  

সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় মেসোফিল কলার ভূমিকা কী  

ক্লোরোফিল যুক্ত কোশ দ্বারা গঠিত প্যারেনকাইমা কলা যা পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের মধ্যে অবস্থান করে তাকে মেসোফিল কলা বলে । 

বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে মেসোফিল কলা দুরকমের প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত , পাতার উপরের দিকে স্তরে থাকে প্যালিসেড প্যারেনকাইমা এবং নীচের দিকে থাকে স্পঞ্জী প্যারেনকাইমা । এই পাতার পত্ররন্ধ্র নিম্নত্বকে অবস্থান করে । সমাঙ্কপৃষ্ঠ পাতার ক্ষেত্রে মেসোফিল কলা শুধুমাত্র স্পঞ্জী প্যারেনকাইমা দ্বারা গঠিত এবং এই পাতার দুই তলেই পত্ররন্ধ্র থাকে । প্যালিসেড প্যারেনকাইমা কলার কোশগুলিতে স্পঞ্জী প্যারেনকাইমা কলার কোশগুলি অপেক্ষা বেশি ক্লোরোপ্লাস্ট থাকে । 

ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষকারী রঞ্জক পদার্থ ক্লোরোফিল থাকায় এবং ক্লোরোপ্লাস্ট মেসোফিল কলার কোশে পর্যাপ্ত পরিমাণে থাকায় , মেসোফিল কলাই সালোকসংশ্লেষের প্রধান স্থান

আরো পড়ুন : সালোকসংশ্লেষ এর শর্ত গুলি কি কি

সালোকসংশ্লেষের গুরুত্ব বা তাৎপর্য

শ্বসনের গুরুত্ব বা তাৎপর্য

error: Content is protected !!