সূর্যের আলোয় সবুজ উদ্ভিদে শ্বসন ও সালোকসংশ্লেষ একই সঙ্গে কীভাবে চলে
সূর্যের আলোয় সবুজ উদ্ভিদে শ্বসন ও সালোকসংশ্লেষ একই সঙ্গে কীভাবে চলে
দিনের বেলায় সালোকসংশ্লেষ এবং শ্বসন একই সঙ্গে হয় । আলোর তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সালোকসংশ্লেষের হার শ্বসনের থেকে বেশি হয় । সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় CO2 গৃহীত এবং O2 বর্জিত হয় । আবার শ্বসনে O2 গৃহীত এবং CO2 বর্জিত হয় । সালোকসংশ্লেষে বর্জিত O2 এর কিছু অংশ ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন কোশে পৌঁছে শ্বসন ক্রিয়ায় অংশগ্রহণ করে । আবার শ্বসনে উৎপন্ন CO2 ব্যাপন ক্রিয়ার মাধ্যমে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোশে পৌঁছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ।
তবে ভোরবেলায় এবং সন্ধ্যাবেলায় উদ্ভিদ দ্বারা O2 গ্রহণ এবং বর্জন কোনোটাই হয় না । কারণ এই সময় আলোর তীব্রতা কম থাকায় সালোকসংশ্লেষ এবং শ্বসন উভয় প্রক্রিয়ার হার সমান হয় অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে পরিমাণ O2 উৎপন্ন হয় , সমপরিমাণ O2 শ্বসন প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 এর সমগ্র অংশই শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে । আবার শ্বসনে উৎপন্ন CO2 এর সমগ্র অংশই সালোকসংশ্লেষে ব্যবহৃত হয় ।
আরো পড়ুন : সালোকসংশ্লেষ কাকে বলে