জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ এবং শ্বসনের মধ্যে সম্পর্ক 

সালোকসংশ্লেষ এবং শ্বসনের মধ্যে সম্পর্ক 

সালোকসংশ্লেষ এবং শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া হলেও বিক্রিয়া দুটি পরস্পরের ওপর নির্ভরশীল । নিম্নে প্রক্রিয়া দুটির পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হল— 

( i ) সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য CO2 এর প্রয়োজন , পরিবেশে এই CO2 -র প্রধান উৎস জীবের দ্বারা শ্বসন ক্রিয়ার সাহায্যে উৎপন্ন CO2 অর্থাৎ সালোকসংশ্লেষ পরোক্ষভাবে শ্বসনের উপর নির্ভরশীল । 

( ii ) শ্বসন প্রক্রিয়ায় সাধারণত অক্সিজেনের উপস্থিতিতে খাদ্য জারিত হয় । এই খাদ্য এবং অক্সিজেন এর প্রধান উৎস সালোকসংশ্লেষ । অর্থাৎ খাদ্য এবং অক্সিজেনের জন্য শ্বসন প্রক্রিয়া সালোকসংশ্লেষের উপর নির্ভরশীল । 

( iii ) শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ ও গতীয় শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয়ে জীবদেহের বিবিধ বিপাকীয় এবং শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে । সালোকসংশ্লেষ প্রক্রিয়া মাধ্যমে সৌরশক্তি খাদ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয় । সুতরাং সালোকসংশ্লেষ এবং শ্বসন উভয় প্রক্রিয়ার মাধ্যমে জীব সৌরশক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করতে পারে । 

( iv ) সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে CO2 গ্রহণ করে এবং O2 ত্যাগ করে আবার শ্বসন প্রক্রিয়ার জন্য জীব O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে । সুতরাং সালোকসংশ্লেষ এবং শ্বসন এই দুটি বিপরীতমুখী প্রক্রিয়ার জন্য পরিবেশে O2 এবং CO2 এর ভারসাম্য রক্ষা পায় এবং জীবকুল ধ্বংসের হাত থেকে রক্ষা পায় । 

( v ) প্রকৃতপক্ষে সালোকসংশ্লেষ এবং শ্বসন দুটোই বিপাকক্রিয়া কিন্তু বিপরীতমুখী বিপাক ক্রিয়া— সালোকসংশ্লেষ সৃজনাত্মক অর্থাৎ উপচিতি বিপাক ক্রিয়া এবং শ্বসন ধ্বংসাত্মক অর্থাৎ অপচিতি বিপাক ক্রিয়া ।

আরো পড়ুন : সালোকসংশ্লেষ কাকে বলে

সালোকসংশ্লেষের গুরুত্ব বা তাৎপর্য

error: Content is protected !!