জীবন বিজ্ঞান

শক্তি চক্রের সঙ্গে সালোকসংশ্লেষের সম্পর্ক

শক্তি চক্রের সঙ্গে সালোকসংশ্লেষের সম্পর্ক

প্রকৃতিতে শক্তির প্রধান উৎস সূর্যালোক । ক্লোরোফিল এই সূর্যালোক থেকে সৌরশক্তি শোষণ করে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ATP অণুর মধ্যে আবদ্ধ করে । পরে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার পরবর্তী ধাপে CO2 ও H2O এর রাসায়নিক বিক্রিয়ায় গ্লুকোজ তৈরির সময় ATP অণুর মধ্যস্থিত রাসায়নিক শক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে সঞ্চারিত হয় । 

প্রাথমিক খাদক সবুজ উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করার সময় এই শক্তি তৃণভোজী প্রাণীর দেহে সঞ্চারিত হয় । প্রাথমিক খাদককে গৌণ খাদকরা খাদ্য হিসেবে গ্রহণ করলে এই শক্তি কিছু পরিমাণে গৌণ খাদকের দেহে সঞ্চারিত হয় । এইভাবে সৌরশক্তি ক্রমিক পর্যায়ে উৎপাদক থেকে বিভিন্ন শ্রেণির খাদকে পৌঁছোয় । এই খাদ্য জীবকোশে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জারিত হয় , ফলে খাদ্যের স্থৈতিক শক্তি তাপ বা গতি শক্তিতে রূপান্তরিত হয়ে মুক্ত হয় । 

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যেতে পারে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি শক্তি চক্রের সঙ্গে সম্পর্ক যুক্ত ।

আরো পড়ুন : সালোকসংশ্লেষ কাকে বলে

সালোকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলা হয় কেন 

error: Content is protected !!