ফল ও বীজের পার্থক্য
ফল ও বীজের পার্থক্য
ফল ও বীজের মধ্যে পার্থক্য গুলি হল —
ফল :
1. নিষিক্ত ডিম্বাশয় যা বীজ ধারণ করে তাকে ফল বলা হয় ।
2. আদর্শ ফলত্বককে তিনটি স্তরে ভাগ করা যায় , যেমন — বহিস্ত্বক , মধ্যত্ত্বক এবং অন্তত্ত্বক ।
3. ফল গঠন গুপ্তবীজী উদ্ভিদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ।
বীজ :
1. নিষিক্ত ডিম্বককে বীজ বলে ।
2. বীজ সাধারণত ভ্রুণ , বীজত্বক এবং কোনো কোনো সময় পৃথক শস্য নিয়ে গঠিত ।
3. বীজ গঠন গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য ।
আরো পড়ুন : কৃত্রিম বীজ কাকে বলে