জোলভেরাইন কি

জোলভেরাইন কি

প্রাশিয়ার নেতৃত্বে গঠিত জার্মান রাষ্ট্রগুলির শুল্ক সংঘের নাম ‘ জোলভেরাইন ’ । 

এই শুল্ক সংঘের উদ্দেশ্য ছিল বাণিজ্য সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা করা । সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একই হারে সীমান্ত শুল্ক ধার্য করা , শুল্ক হতে আদায়ীকৃত অর্থ জনসংখ্যার অনুপাতে সদস্যদের মধ্যে বণ্টন করা এবং অবাধ বাণিজ্যের প্রচলন করা প্রভৃতি ছিল এই শুল্ক সংঘের নীতি । জার্মানীর জাতীয়তাবোধ জাগরণে এই শুল্ক সংঘের অবদান ছিল গুরুত্বপূর্ণ ।

আরো পড়ুন : পুঁজিবাদ কি

মহাদেশীয় অবরোধ ব্যবস্থা

ভারতে শিল্পোৎপাদনে শুল্ক সংরক্ষণ নীতি

error: Content is protected !!