ইতিহাস

তৃতীয় সম্প্রদায় বলতে কী বোঝো

তৃতীয় সম্প্রদায় বলতে কী বোঝো

তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল কৃষক , ব্যবসায়ী , দিনমজুর , বুদ্ধিজীবী প্রভৃতি । এরা ছিল ফরাসী জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ । তৃতীয় সম্প্রদায়ের উপরের অংশ ‘ বুর্জোয়া ’ ( Bourgeoisie ) নামে পরিচিত ছিল । এরা ছিল বুদ্ধিমান ও সমাজ সচেতন । দার্শনিকদের উদার ভাবধারা এদেরই প্রথম আকৃষ্ট করে এবং বিপ্লবে উদ্বুদ্ধ করে তোলে । 

বুর্জোয়াদের আর একটি অংশ ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিল , এদের প্রভূত সম্পদ ছিল , কিন্তু অভিজাতদের মত সামাজিক মর্যাদা ছিল না । এছাড়া ছিল বড় বড় ব্যাঙ্ক ও শিল্প কারখানার মালিক । এরাও প্রভূত ধন সম্পদের অধিকারী ছিল । কিন্তু এদেরও কোন রাজনৈতিক কর্তৃত্ব বা সামাজিক মর্যাদা ছিল না । সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ক্ষমতা লাভের জন্যই এরা বিপ্লবের অংশীদার হয়েছিল । তাই নেপোলিয়ন বলেছিলেন , “ অহমিকাই ছিল বিপ্লবের মূল কারণ ; স্বাধীনতা ছিল অজুহাত মাত্র । ”  

হ্যাম্পসনের মতেও , “ বুর্জোয়া শ্রেণীর অভিজাতদের সমান অধিকার ও মর্যাদা লাভের ইচ্ছাই তাদের বিপ্লবমুখী করেছিল । ” 

তৃতীয় সম্প্রদায়ের বিরাট অংশ ছিল কৃষিজীবী । অবশ্য এদেরও অবস্থার তারতম্য ছিল । কেউ কেউ নিজস্ব জমির মালিক , কেউ ভাগচাষী এবং বেশীর ভাগ কৃষি শ্রমিক । এরা ছিল প্রকৃত অর্থেই ‘ গ্রামীণ সর্বহারা ’ । অধিকাংশ দিনই এদের খাবার জুটত না । প্রত্যক্ষ ও পরোক্ষ বিরাট করের বোঝা এদেরই বহন করতে হত । একজন কৃষককে তার আয়ের প্রায় ৮০ শতাংশ কর দিতে হত । বাকী ২০ শতাংশে জীবনধারণ ছিল অসম্ভব । 

কৃষক ছাড়া কারিগর , দোকানদার , কায়িক শ্রম নির্ভর সাধারণ মানুষ প্রভৃতির জীবনযাত্রাও ছিল শোচনীয় । ভ্রান্ত অর্থনীতির ফলে এদের অবস্থা দিন দিনই খারাপ হতে থাকে । এক প্রতিবেদনে বলা হয়েছে , ‘ অধিকাংশ শ্রমিকই ক্ষুধা নিবারণের জন্য ছুটির দিনে ভিক্ষা চাইতে গ্রামের দিকে ছড়িয়ে পড়ত । ‘ দেশের এই আর্থিক অবক্ষয় ও তজ্জনিত দুরবস্থা সাধারণ মানুষকে খুব সহজেই বিপ্লবে আকৃষ্ট করে ।

আরো পড়ুন : টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো

হর্ষবর্ধনের কৃতিত্ব

নেপোলিয়নের উত্থানের কারণ

error: Content is protected !!