ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল
ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল
ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় । একটি সাময়িক সরকার গঠন করে নতুন সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয় । প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার স্বীকৃতি হয় । মতামত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয় । জাতীয় সামরিক বাহিনীতে যোগদান সকল শ্রেণীর নাগরিকের জন্য উন্মুক্ত রাখা হয় । এইভাবে ফেব্রুয়ারী বিপ্লব ফরাসী বিপ্লবের ( ১৭৮৯ খ্রীঃ ) অর্জিত অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে ।
ফেব্রুয়ারি বিপ্লবে সমাজতান্ত্রিকদের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল । তাই নতুন সরকার বেশ কিছু সমাজতান্ত্রিক সংস্কার সাধন করে । শ্রমিকদের অভাব অভিযোগ দূর করার জন্য একটি স্থায়ী ‘ শ্রম কমিশন ’ গঠন করা হয় । শ্রমিকদের কাজের সময়সীমা হ্রাস করা হয় এবং মজুরি নির্দিষ্ট করে দেওয়া হয় । নতুন সরকার ‘ সকলের জীবিকা অর্জনের অধিকারকে ‘ ( Right to work ) স্বীকার করে । বেকার সমস্যা সমাধানের জন্য একটি ‘ জাতীয় কর্মশালা ‘ ( National workshop ) স্থাপন করা হয় ।
অতঃপর ফ্রান্সের জন্য একটি প্রজাতান্ত্রিক সংবিধান রচিত হয় । সর্বসাধারণের ভোটে রাষ্ট্রপতি ও আইনসভার সদস্যদের নির্বাচনের ব্যবস্থা হয় ।
প্রথম নির্বাচনে প্রজাতন্ত্রী দল বিজয়ী হলে সমাজতন্ত্রীদের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয় । প্রজাতন্ত্রীরা জাতীয় কর্মশালা বন্ধ করে দেয় । এর বিরুদ্ধে শ্রমিকদের ‘ জুন বিপ্লব ’ সংঘটিত হয় । এতে বহু শ্রমিকের প্রাণহানি ঘটে ।
ইউরোপের অন্যান্য দেশে ফেব্রুয়ারি বিপ্লবের প্রতিক্রিয়া ছিল সুদূরপ্রসারী । ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউরোপের অন্তত ১৫ টি দেশে বিপ্লব শুরু হয় ।
আরো পড়ুন : ফেব্রুয়ারি বিপ্লবের কারণ গুলি আলোচনা করো